স্টাফ রিপোর্টার: মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মাগুরা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৯ জন। এর মধ্যে নতুন ৭ জনসহ সুস্থ হয়েছে ২৭৫ জন। বুধবার (২৯ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জেলা প্রশাসকের করোনা পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, গত ২৬ জুলাই জেলা প্রশাসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার পাওয়া ফলাফলে জেলা প্রশাসকসহ নতুন করে ২৩ জনের শারীরে করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, জেলা প্রশাসক শারীরিকভাবে কিছুটা দুর্বল। তবে জ্বর কিংবা অন্য উপসর্গ নেই। বর্তমানে তিনি হোম অইসোলেশেনে রয়েছেন।