মহেশপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মাজিদুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সে উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে এবং পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলো।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে প্রকাশ, রোববার রাত পৌনে ১০টার সময় মাজিদুল ও তার ২ বন্ধু মোটরসাইকেলযোগে স্থানীয় শ্যামবাজার হতে বাড়ি ফেরার পথে মানিকদিহি বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাঁশবোঝাই পাওয়ারট্রিলার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে মাজিদুল গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সাথে থাকা ২ বন্ধু আহত হয়। পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল হক স্বপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

Comments (0)
Add Comment