মহেশপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় বীর মুক্তিযোদ্ধা সুরুজ দেওয়ান (৭৫) স্টোকজনিত কারণে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)। সে উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত হাসেম দেওয়ানের ছেলে তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে তিনি ৮নং সেক্টরে মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় উপজেলা কমান্ডার ছিলেন ফয়জুর রহমান চৌধুরী ও গ্রুপ কমান্ডার ছিলেন আবু তাহের।