মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে অবৈধ লাটাহাম্বা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও ১জন আহত। গত বুধবার রাত সাড়ে ৭ ঘটিকায় উপজেলার ভৈরবা রোডের নস্তি জুয়েল ইটভাটার সামনে এই ঘটনাটি ঘটে। লাটাহাম্বা সাথে সংঘর্ষে শিবেন দাসের ছেলে তাপস কুমার দাস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী অপরজন রহিত কুমারের ছেলে অন্তর কুমার (৩০) গুরুতর আহত হন। তারা মহেশপুর পৌরসভার গোপালপুর একই গ্রামের বাসিন্দা। পৌর কাউন্সিলর বাবুল হোসেন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। মহেশপুর থানার ডিউটি অফিসার এসআই আকরাম হোসেন জানান, মোটরসাইকেল ও লাটাহাম্বার সংঘর্ষে ১ জন মারা গেছে ও ১জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।