মহশেপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহশেপুরে অগ্নিকা-ে এক কলেজ ছাত্র দগ্ধ হয়েছে। উপজলোর শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের কলেজ পড়ুয়া ছেলে নাহিদ হাসান (১৯) আগুনে পুড়ে দগ্ধ হয়ে জীবননগর হাসপাতালে ভর্তি রয়েছে। সে শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি ছাত্র।
পরিবারের লোকজন জানান, গত ১৬ জুলাই দুপুরে আগুনের ছাই থেকে হঠাৎ গরুর গোয়াল ঘরে আগুন লাগে। এসময় নাহিদ হাসান গোয়লের গরু বাঁচাতে গিয়ে নিজেই আগুনে দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার জীববননগর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এসময় গোয়ালে থাকা একটি গরুও আগুনে পুড়ে যায়।