মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের ইউএনওসহ একদিনে ১৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর হাসপতালে ৩০ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে ১৮জনের দেহে পজেটিভ রিপোর্ট আসে। এরমধ্যে উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল ও স্থানীয় এমপির চাচা শ্বশুর আলিনুর রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. হাসিবুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, মহেশপুর ক্রমেই করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে। গত ২দিনে করোনা উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি শারীরিকভাবে অসুস্থ বলে জানান।