মমতা বাঙালি হিন্দুদের জন্য হুমকি : মিঠুন

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় অভিনেতা মমতার উদ্দেশ্যে এ কথা বলেন। এর আগে মমতা দাবি করেছিলেন, বাংলায় ওয়াকফ আইন কার্যকর করতে দেবেন না। এ কথার ফলে ব্যঙ্গের সুরে মিঠুন প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে, এই অধিকার তাকে কে দিয়েছেন? ইন্ডিয়া টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী অভিযোগ করেন, ‘রাজ্যে সাম্প্রদায়িক হিংসার জন্য দায়ী মমতা। বিজেপি নয়, মমতা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। তারা সম্প্রদায়কে বিভক্ত করার জন্য কাজ করছেন। বাঙালি হিন্দুরা এখন গৃহহীন, ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছেন। তাদের দোষ কী?’