মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় ভিসা পেতে ব্যর্থ হয়ে দেশটির যোধপুরের এক যুবককে অনলাইনে বিয়ে করেছেন পাকিস্তানি তরুণী। গত বুধবার এই ভার্চ্যুয়াল বিয়ে হয়। পাত্রীর নাম আমেনা। তিনি পাকিস্তানের করাচি শহরের বাসিন্দা। তার ভারতীয় পাত্রের নাম আরবাজ খান। খবর জি নিউজের প্রতিবেদনে বলা হয়, আরবাজকে বিয়ের জন্য ভারতে আসতে চেয়েছিলেন আমেনা। এ জন্য তিনি ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত ভারতীয় ভিসা পেতে ব্যর্থ হন। ভিসা না পাওয়ায় তিনি তার ভারতীয় বাগ্দত্তা আরবাজকে ভার্চ্যুয়ালি বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর পাত্র আরবাজ বলেন, তিনি পাকিস্তানে গিয়ে বিয়ে করেননি। কারণ, পাকিস্তানে এই বিয়ে স্বীকৃতি পেত না। ফলে ভারতে এসে তাদের আবার বিয়ে করতে হতো।