মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দেশকে ভারতের চেয়ে বৃহত্তর জাতি হিসেবে গড়ে তোলার আকাক্সক্ষা প্রকাশ করেছেন। গত পরশু রোববার দেশটির ডেরা গাজি খানে বিশাল জনসভায় বক্তব্যকালে তিনি এ আশা প্রকাশ করেন। লক্ষ্য অর্জনে নিরলস প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একদিন না একদিন ভারতকে পেছনে ফেলে দেব। আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরিফ নয়। আমরা দিনরাত কাজ করে পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করব এবং ভারতের চেয়ে এগিয়ে যাব।’ তিনি সক্রিয় শাসন ও সংস্কারের মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। শাহবাজ বলেন, তার সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে কাজ করছে, যার লক্ষ্য বিদেশি ঋণের ওপর পাকিস্তানের নির্ভরতা কমানো।