হাটবোয়ালিয়া প্রতিনিধি: ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আলমডাঙ্গা ভাংবাড়িয়ার মুকুল হোসেন (ইন্না ইল্লাহি ………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর। গতকাল রোববার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মোল্লাপাড়ার মৃত রইচ উদ্দিন মোল্লা ছেলে মুকুল হোসেন ৬ বছর আগে ভাগ্যের চাকা ঘোরানোর জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। মালয়েশিয়া গিয়ে তিনি শিলংগর ডিস্ট্রিকের কাজাং নামক স্থানে কনস্ট্রাকশনের কাজ করতেন। দীর্ঘদিন ধরে মুকুল ওখানেই কাজ করেন। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় মুকুল হঠাৎ অসুস্থ হয়ে পড়তে তাকে বন্ধুরা মালয়েশিয়ার কাজাং শহরের একটি হাসপাতলে নেয়ার পথে তার মৃত্যু হয়। মুকুলের মৃুত্যুর সংবাদ শুনে তার পরিবারসহ গ্রামের আকাশ ভারি হয়ে ওঠে। বর্তমানে তার মৃতদেহ কাজাং হাসপাতালে আছে। মুকুলের মৃতদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি ও বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার। তিনি মৃত্যুকালে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন।