বৃষ্টি বজ্রপাতে ভারতে দুই দিনে ৮০জনের প্রাণহানিৎ

মাথাভাঙ্গা মনিটর: বর্ষা মরসুম আসার আগেই বিহার উত্তরপ্রদেশে ঝড়ের তা-ব দেখা দিয়েছে। ঘন ঘন বজ্রপাতে গত ৪৮ ঘণ্টায় বিহারের একাধিক জেলায় মৃত্যু হয়েছে অন্তত ৫৮জনের। উত্তরপ্রদেশে মারা গেছেন ২২জন। দুই রাজ্য প্রশাসনের আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে। বিহারের রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, নালন্দা জেলাতেই অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভোজপুরে ৫জন এবং গয়া জেলায় ৩জনের মৃত্যু হয়েছে। অন্যান্য বেশ কয়েকটি জেলাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে পটনা, গোপালগঞ্জ, মুঙ্গের, সমস্তীপুর, জেহানাবাদ, মুজাফফরপুর, আরারিয়া ও বেগুসরাইয়ের মতো এলাকা। বজ্রপাতে মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।