ঝিনাইদহ প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার হরিশপুর গ্রামের মৃত মহিউদ্দীন মোল্লার ৪র্থ পূত্র জয়নাল আবেদীন। সে বাংলাদেশ বিমানবাহিনীর জুনিয়র টেকনিকাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত হলে তার মরদেহ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন ও জোড়াদহ ক্যাম্প পুলিশের সহায়তায় দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, থানা পুলিশের সদস্য, হরিণাকু-ু প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নিহতের স্বজনেরা।