বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে কলকাতার হোটেলগুলো

মাথাভাঙ্গা মনিটর: কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন লেন, টটি লেন, মারকুইস স্ট্রিটসহ নিউমার্কেট এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০টি থাকার হোটেল রয়েছে। এ অঞ্চলের বেশিরভাগ ব্যবসা নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। কিন্তু প্রতিবেশী দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ‘মিনি বাংলাদেশ’ নামে খ্যাত কলকাতার নিউমার্কেট এলাকায়। খাবারের হোটেল ও ছোটখাটো ব্যবসা বিশেষ করে শাড়ি, গার্মেন্টসের ব্যবসার পর এবার বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে নিউমার্কেট চত্বরের থাকার হোটেলগুলো। গত বছরের জুলাই থেকেই পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। চলতি ফেব্রুয়ারিতে অবস্থা আরও সংকটময় হয়ে উঠেছে। গত ছয় মাসে ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে। কেউ কেউ এরই মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলেছেন, আবার কেউ ব্যবসা বন্ধের কথা ভাবছেন।