স্টাফ রিপোর্টার: মহেশপুর পদ্মপুকুর মাঝেরপাড়ার সালাউদ্দিন মিয়া ওরফে মিষ্টিকে (৩৫) আটক করেছে র্যাব। শুক্রবার বিকেলে তাকে মহেশপুরের খালিশপুর বাজার থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। র্যাব এ তথ্য জানিয়ে বলেছে, মামলাসহ তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করে। বিকেল সাড়ে ৫টার দিকে খালিশপুর বাজারস্থ মেসার্স মা ট্রেডার্স দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেন্সিডিলসহ সালাউদ্দিন মিয়া ওরঠে মিষ্টিকে (৩৫) আটক করা হয়। সে মহেশপুর পদ্মপুকুর মাঝেরপাড়াার বকুল মিয়ার ছেলে।