প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
১৫ মার্চ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঋতুপর্ণা জানান, করোনায় আক্রান্ত হলেও শারীরিক পরিস্থিতি আপাতত ভালোই রয়েছে। কোনো উপসর্গ নেই । চিকিৎসকের পরামর্শ মেনেই হোম আইসোলেশনে রয়েছেন। ওষুধ খাচ্ছেন। পাশাপাশি সব ধরনের সুরক্ষাবিধিই মেনে চলছেন। অভিনেত্রী আরও বলেন, আমি আপাতত সিঙ্গাপুরের এক রিকভারি সেন্টারে আইসোলেশনে রয়েছি। চিন্তার কোনো কারণ নেই। আমার পরিবার এবং বাড়ির সব কর্মীরাও সুরক্ষিত রয়েছেন। সবাই সুস্থ থাকবেন। আপনাদের প্রার্থনা এবং শুভকামনার জন্য অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, ঋতুপর্ণা গত বছর লকডাউনের আগে স্বামী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কর্মস্থল সিঙ্গাপুরে যান সপরিবারে। এরপরই লকডাউন শুরু হওয়ায় তিনি আটকে পড়েন সিঙ্গাপুরে।
কয়েকমাস আগেই কলকাতায় কাজে ফিরেছিলেন। নতুন ছবির শুটিংও শুরু করেছিলেন। ক’দিন আগেই তিনি ফের সিঙ্গাপুরে যান এবং করোনায় আক্রান্ত হন।