পুতিনকে বিপদে ফেলছেন ট্রাম্প

মাথাভাঙ্গা মনিটর: ক্ষমতার মসনদে বসেই একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি পূরণে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি কড়া হুঁশিয়ারির সুর শোনা গেল তার কণ্ঠে। ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ না করলে শুল্ক আরোপের পাশাপাশি আরও বেশি নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া। ফলে যুদ্ধের কারণে ইতোমধ্যেই চাপে থাকা রাশিয়ার অর্থনীতি নিয়ে বেশ উদ্বেগেই আছেন পুতিন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে হবে না হলে তিনি ব্যবস্থা নেবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর বুধবার ট্রাম্প এই প্রথমবার পুতিনকে নিয়ে মুখ খুললেন। তিনি বলেছেন, ‘এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামান। না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। আপনি যদি চুক্তি না করেন, তাহলে রাশিয়া ও যুদ্ধে অংশ নেওয়া অন্য দেশের বিরুদ্ধে চড়া হারে কর, শুল্ক বসানো ও আরও নিষেধাজ্ঞা জারি করা ছাড়া আমার সামনে কোনো বিকল্প থাকবে না।’ ট্রাম্প আরও বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। চুক্তি করার জন্য এটাই সেরা সময়। আর কোনো জীবন যেন নষ্ট না হয়। নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প অবশ্য বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু কীভাবে যুদ্ধ বন্ধ হবে তা তিনি বলেননি। এখন আরও নিষেধাজ্ঞা বলতে ট্রাম্প কী বোঝাচ্ছেন সেটাও স্পষ্ট নয়।