মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে চার সেনাও শহিদ হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চলাকালে নয় সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহত সন্ত্রাসীরা এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকা-ে সক্রিয়ভাবে জড়িত ছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সহিংস হামলা বেড়ে যাওয়ায় এ অভিযান একটি ধারাবাহিক সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ।