পাকিস্তানে ঢোকার সময় সীমান্তে ৫৪ সন্ত্রাসীকে হত্যা

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তান সংলগ্ন সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের সময় কমপক্ষে ৫৪জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এই হামলায় ‘ভারতের ইন্ধন’ থাকতে পারে বলে মনে করছে পাকিস্তান। গতকাল রোববার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা-আইএসপিআর জানিয়েছে, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের সাধারণ এলাকায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টারত একদল সন্ত্রাসীর গতিবিধি নজরে পড়ে। নিজস্ব সৈন্যরা কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তান আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, ‘সুনির্দিষ্ট এবং দক্ষ অভিযানের ফলে, ৫৪জন খারেজিকে জাহান্নামে পাঠানো হয়েছে।’ নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে দেশটির সরকার ‘ফিতনা আল খারেজি’ শব্দটি ব্যবহার করে।