মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে এক্সে (পুরোনো নাম ‘টুইটার’) একটি পোস্ট করেছেন। গত শুক্রবার করা সেই পোস্টে তিনি দাবি করেন, পাকিস্তানে আবার ১৯৭১ সালের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, তখন (১৯৭১ সালে) ইয়াহিয়া খান দেশকে ধ্বংস করেছিলেন। আজ স্বৈরশাসক আবার নিজের স্বৈরশাসন টেকাতে ও ব্যক্তিগত অর্জনের জন্য একই কাজ করছে। দেশকে ধ্বংসের প্রান্তে ঠেলে দিয়েছে। পোস্টে তাকে আল-কাদির দুর্নীতি মামলায় কারাদ- দেয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, এ মামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তার পুত্রের সাজা হওয়া উচিত ছিল, আমার নয়। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষয়ক্ষতিবিষয়ক পাকিস্তানের করা হামুদুর রহমান কমিশনের প্রতিবেদন পড়ে দেখতে আহ্বানও জানিয়েছেন ইমরান খান।