জিজ্ঞসাবাদ শেষে নির্মাতা চয়নিকা চৌধুরীকে পরীমনিকে পরিবারের জিম্মায় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবির যুগ্মকমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে তাকে আবার ডাকা হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে শুক্রবার সন্ধ্যা তাকে রাজধানীর পান্থপথ থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তিনি একটি বেসরকারি টেলিভিশন থেকে ফেরার পথে আটক হন। পরে সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে পরীমনির সহযোগী কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নেওয়া হয়। এরপর তাকে গ্রেফতার দেখায় পুলিশ।