নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুলের খোঁজ মিললেও নিখোঁজ হওয়া নিয়ে দানা বেধেছে রহস্য

মেহেরপুরের ছেলে ঢাকায় কর্মরতকালে নিখোঁজ হওয়ার দীর্ঘদিন পর পাওয়া গেলো বেনাপোলে!

 

স্টাফ রিপোর্টার:ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান মিললেছে। তার সন্ধ্যান গতরাতে সেলফোনে মিললেও নিখোঁজ হওয়ার রহস্য জানা যায়নি।

জানা গেছে, মেহেরপুরের ছেলে শফিকুল ইসলাম কাজ ঢাকায় ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত। তিনি গত ১০ মার্চ সন্ধ্যায় ঢাকার হাতিরপুলের পক্ষকাল নামক পত্রিকা অফিস থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ। পরদিন ১১ মার্চ ঢাকার চকবাজার থানায় তার স্ত্রী  জুলিয়া ফেরদৌসি নয়ন জিডি করেন। ১৩ মার্চ স্বামীকে সুহালে ফেরত পাওয়ার দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এরই এক পর্যায়ে খবর পাওয়া গেলো শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে। তার ছেলে মনোরম পলক জানান, শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তার বাবার সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন। বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্য ওবায়দুর রহমান বলেন,‘শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাদের কাছে দিয়ে যান। পরে তারা জানতে পারেন এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।’

 

 

 

Comments (0)
Add Comment