না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় যুবনেতা পলাশ বিশ্বাস

ঝিনাইদহ প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্র ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক ঝিনাইদহ হামদহ কালীতলা মন্দিরের সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি হামদহ এলাকার শ্রী পংকজ বিশ্বাসের ছেলে। গতকাল শনিবার সকালে শহরের পোস্টঅফিস মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ছিলো তার শেষ বক্তব্য। সকলকে কাঁদিয়ে তিনি আজ বিকেলে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

Comments (0)
Add Comment