দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ৮জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের এবং একজন করে মোট ৩জন চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। অন্য ৪ বিভাগে মৃত্যু শূন্য। গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন হয়েছে। আর এই আট জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬২টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২টি নমুনা।

Comments (0)
Add Comment