দু কেজি গাঁজাসহ মেহেরপুর গাংনীর লিটন চুয়াডাঙ্গায় র‌্যাব’র হাতে আটক

স্টাফ রিপোর্টার: দু কেজি গাঁজা পাচারের সময় চুয়াডাঙ্গায় র‌্যাব’র হাতে ধরাপড়েছে মেহেরপুর গাংনীর লিটন (৪০)। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার হাতিকাটা আলোকদিয়ার মাস্ক তৈরি কারখানার সামনে থেকে তাকে আটক করা হয়। লিটন করমদী গ্রামের আইয়ুব আলীর ছেলে।
র‌্যাব-৬ জানিয়েছে, ঝিনাইদহ সিপিসি-২ এর একটি চৌকস অভিযানিকদল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াপড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গার হাতিকাটা-আলোকদিয়ার মধ্যবর্তি এলাকায় অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাপাচারকারী লিটনকে হাতে নাতে আটক করা হয়। তার নিকট থেকে দু কেজি গাঁজা, একটি মোবাইলফোন সেট ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। আটকের পর তাকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়। তার আগে র‌্যাব’ ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

 

Comments (0)
Add Comment