মাথাভাঙ্গা মনিটর: রাখাইন রাজ্যের কিয়াউকতাও টাউনশিপে মিয়ানমারের দুই জান্তা সেনাকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গলা কেটে হত্যার কথা কথা স্বীকারও করেছে আরাকান আর্মি। সংগঠনের মুখপাত্র খাইং থুখা বলেন, কিয়াউকতাওয়ে নবম মিলিটারি অপারেশনস কমান্ডে অভিযান চালানোর সময় এমন ঘটনা ঘটেছিল। সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে যোদ্ধারা ক্ষোভ থেকে এমনটা ঘটিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আরাকান আর্মির বেশ কয়েকজন সেনা দুই যুদ্ধবন্দিকে মারধর করছে এবং গলা কেটে হত্যা করছে। আরাকান আর্মির মুখপাত্র রাখাইনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন।