মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরেই চীন যেতে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ট কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ওই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে চীন ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ করবেন ট্রাম্প। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এ শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো। বেইজিং ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প এবং চীনা রাষ্ট্রপতি শি জিনপিং তাদের প্রতিনিধিদের মাধ্যমে ব্যক্তিগতভাবে সাক্ষাতের বিষয়ে আলোচনা করেছেন।