দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। গত সোমবার খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির আদেশ দেয়া হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অপরদিকে একই প্রজ্ঞাপনে মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।