ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে ১৬ বোতল ফেনসিডিল আটক করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঠাকুরপুর ক্যাম্পের বিজিবি টহল দল এসব ফেনসিডিল আটক করলেও কোনো চোরাচালানীকে ধরতে পারেনি। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনস্থ ঠাকুরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, দামুড়হুদা উপজেলার সদাবরি মাঠ থেকে এসব ফেনসিডিল আটক করা হয়। তিনি আরও জানান চোরাচালানিরা ভারতের ফেনসিডিলগুলো এদেশে নিয়ে আসে। বিজিবি টহল দলকে দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাচালানিরা। পরে ব্যাগ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।