দামুড়হুদা অফিস: ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা মুক্ত নির্বাচনের দাবিতে দামুড়হুদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাসদ। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, বাংলাদেশ জাসদের দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলা জাসদ নেতা আতিয়ার রহমান তেলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, রোকন, আশরাফুল আলম, তারিকুল রহমান প্রমুখ।