দর্শনা পারকৃষ্ণপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুরে পানিতে ডুবে সুমাইয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। দর্শনার পার্শ্ববর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর দক্ষিণপাড়ার আসাদুল হকের মেয়ে সুমাইয়া খাতুন বেলা ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে গেলেও সুমাইয়া বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ীর পাশে আহাদ আলী শেখের ছেলে হায়দার আলীর পুকুরে সুমাইয়ার লাশ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুমাইয়া খাতুন মৃগী রোগে ভুগছিলো। গতকাল রাতেই স্থানীয় গোরস্থানে সুমাইয়ার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

 

Comments (0)
Add Comment