দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার করেছে সুলতানপুরের শিপনকে। গ্রেফতারকৃত শিপনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজলের নির্দেশে এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুরে। পুলিশ গ্রামের বশিরের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করে ওই গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপনকে (১৯)। এএসআই মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত শিপনের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই গ্রেফতারকৃত শিপনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেন।