স্টাফ রিপোর্টার: দর্শনার জাকির হোসেন কালু (৩০) ঝিনাইদহে র্যাবন’র হাতে ফেন্সিডিলসহ ধরাডপড়েছে। ৫০ বোতল ফেন্সিডিলপাচারের সময় ঝিনাইদহের হামদাহ এলাকা থেকে আটক করা হয়। মামলাসহ তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ ঝিনাইদ ক্যাম্পসূত্রে জানা গেছে, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে ্কটি চৌকস অভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের হামদ এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিািডলসহ ধরাপড়ে জাকির হোসেন কালু। সে চুয়াডাঙ্গার দর্শনা বসস্ট্যান্ড এলাকার আব্দুল্লাহ ম-লের ছেলে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।