তালেবানের শীর্ষনেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান। আইসিসির প্রধান প্রসিকিউটরের দাবি, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি ‘নারীদের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক নিপীড়নের মাধ্যমে মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত করেছেন এবং এ জন্য তারা দায়ী। করিম খান বলেন, ‘আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে, এমনকি সমকামী সম্প্রদায়কেও ভয়াবহ দমন-পীড়নের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে যে, আফগানিস্তানে নারীদের প্রতি বর্তমান আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।