মাথাভাঙ্গা মনিটর: স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে ফের প্রবেশ করেছে চীনের সামরিক বিমান। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কানাডিয়ান যুদ্ধজাহাজ স্পর্শকাতর তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়ার সময় তাইওয়ান দ্বীপের কাছে ২৪টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের বেশ কিছু যুদ্ধবিমান এবং ড্রোন তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। স্থানীয় সময় রোববার তাইওয়ানের চারপাশে চীনের সামরিক জাহাজের পাশাপাশি ‘যৌথ সামরিক’ টহল দিতে দেখা গেছে। তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই একে তাদের মূল ভূখ-ের অংশ বলে দাবি করে। প্রায়ই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান। যদিও সরাসরি কখনও কোনো সামরিক অভিযানে তারা অংশ নেয়নি। কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।