কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আয়েশা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের আকাশের মেয়ে। সে তার মায়ের সঙ্গে ওই গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।স্থানীয়রা জানান, সকালে আয়েশা রেললাইনের ওপর খেলা করছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে মারা যায়। পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ওসি মনজের আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।