ট্রাম্পকান্ডের পর জেলেনস্কিকে বুকে জড়িয়ে নিলেন ব্রিটিশ প্রধানন্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে তার উত্তপ্ত বাক্যবিনিময় গোটা বিশ্বে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জেলেনস্কিকে সমর্থন জানিয়ে ইউরোপের বহু দেশের রাষ্ট্রপ্রধানরা বার্তা দিয়েছিলেন। সেই জেলেনস্কি গতকাল ব্রিটেনে গিয়ে পৌঁছান। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দেখা করেন তিনি। স্টারমার বুকে জড়িয়ে ধরেন জেলেনস্কিকে। বলেন, ‘গোটা ব্রিটেন ইউক্রেনের পাশে রয়েছে। যতদিনই লাগুক (শান্তি ফেরাতে) না কেন, ইউক্রেনের পাশে থাকব আমরা। এদিকে ব্রিটেনের থেকে ২.২৬ বিলিয়ন পাউন্ডের ঋণ পেয়েছে ইউক্রেন। সেই ঋণ পেয়ে জেলেনস্কি বলেন, এই অর্থের সাহায্যে ইউক্রেনেই অস্ত্র তৈরির কাজ সম্ভব হবে। এদিকে ব্রিটেন জানিয়েছে, রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে যে লাভ হয়েছিল, তা থেকে ৫০ বিলিয়ন ডলারের প্যাকেজ দেয়ার কথা ছিল জি৭ দেশগুলির।