স্টাফ রিপোর্টার: র্যাব’র হাতে ধরাপড়েছে চুয়াডাঙ্গা বালিয়াকান্দির লিয়াকত আলী ও সিয়াসেরদিয়ার আকমল ওরফে আলাউদ্দিন। এদের নিকট থেকে ৫১ বোতল ফেন্সিডিল ও মাদক কেনা বেচার ১৮ হাজার টাকাসহ মোবাইলফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জানা গেছে, শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা সদরের সুবদিয়া অভিযান চালায় র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে চৌকস অভিযানিকদল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুজনকে আটক করা হয়। আটককৃত দুজন হলো সিয়াসেরদিয়ার আলী হোসেন বিশ্বাসের ছেলে আকমল ওরফে আলাউদ্দিন (৪৩) ও বালিয়াকন্দির মৃত টবাই সর্দ্দারর ছেলে লিয়াক আলী (৫৭)। এদের নিকট থেকে ৫১ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট, ০৩ টি সীম কার্ড এবং মাদক বিক্রয়লব্দ নগদ ১৮২০০/- উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।