ঝিনাইদহ প্রতিনিধি: শৈলকুপায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার দুধসর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হন আরও চারজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন শৈলকুপার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৫), একই উপজেলার গোকুলনগর গ্রামের ছবুর আলীর ছেলে তুহিন হোসেন (২৮) ও দুধসর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেনু খাতুন (৪৮)। আহতদের নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার খাদে পড়ে যায়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকেলের দিকে শৈলকুপার দুধসর নামক এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রেনু নামে এক নারী নিহত হন। এসময় আহত হন ছয়জন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তুহিন ও তহুরা নামের আরও দুজন মারা যান। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন বলে জানা গেছে।