ঝিনাইদহে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জন করোনামুক্ত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ আরও ৭ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। তারা সকলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। গতককাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের তাদের হাতে উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন ও অন্যরা। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গতকাল ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে চিকিৎসক ও স্বাস্থ কর্মীসহ ১৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ২১ জন চিকিৎসাধীন আছেন।

Comments (0)
Add Comment