ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এ জেলায় এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৩৮ জন। সর্বশেষ গতকাল সোমবার ২৭ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে সদর উপজেলায় একজন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন এবং হরিণাকু-ু উপজেলায় একজন রয়েছেন। এ পর্যন্ত ৯৭৮ জনের নমুনা সংগ্রহের পর দেশের বিভিন্ন ল্যাবে পরীক্ষা করা হয়। জেলায় এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন, যদিও পরে তাদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেঞ্জিৎ বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন।