জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার মাটি বহনকারী বেপরোয়া একটি ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার কাটাপোল গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মহেশপুর উপজেলার শঙ্খহুদা গ্রামের শমসেরের ছেলে সাইকেল চালক ওহিদুল ইসলাম (৪০) এবং এতে আহত হয়েছেন নিহত ওহিদুলের ছেলে ইয়াসিন (৭)।
এ ঘটনায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন পরিদর্সনে গেলে গ্রামবাসীর তোপের মুখে পড়েন। পুলিশ উত্তেজিত গ্রামবাসীকে নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ, গ্রামীণ সড়কে রাত দিন ইটভাটার মাটি বহনে ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার হচ্ছে না।

 

Comments (0)
Add Comment