স্টাফ রিপোর্টার: জীবননগর দৌলতগঞ্জের সোহানুর রহমান সোহানকে (২৭) ফেন্সিডিলসহ আটক করেছে র্যাব। শনিবার সকালে জীবননগর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটস্থ পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১০৯ বোতল ফেন্সিডিল।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর একটি চৌকস অভিযানিকদল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপর কামাল উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে ধরাপড়ে সোহান। সে জীবননগর দৌলতগঞ্জের সিরাজুল ইসলামের ছেলে। তার নিকট থেকে ফেন্সিডিল ছাড়াও একটি মোবাইলফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।