জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার্যমান মরহুম শরীফ উদ্দিনের বড় ভাই সাবেক উপজেলা শিক্ষা অফিসার খয়েরহুদা গ্রামের হারুন-অর-রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরে জীবননগর শহরের কলেজপাড়ার বাসভবনে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। গতকাল বিকেল ৩টায় খয়েরহুদা ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীবৃন্দ ও গ্রামবাসী অংশগ্রহণ করেন। ২০০৬ সালে যশোরের কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার থাকাকালে তিনি অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিশিষ্টজনেরা গভীর শোকপ্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।