জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামে ট্রেনে কাটা পড়ে রোমেলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল পৌনে ১০ টায় জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত রোমেলা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের মৃত সবদুল হোসেনের স্ত্রী। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রফিকুল ইসলাম ওরফে জখম আলী অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে মারা যান। রোমেলা খাতুন ভাগনে রফিকুল ইসলামের মৃত্যু সংবাদ শুনে ওই দিন বিকেলে তিনি সেনেরহুদা গ্রামে যান। গতকাল শনিবার বেলা পৌনে ১০ টায় তিনি ওষুধ নেবার উদ্দেশ্যে উথলী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন। তিনি উথলী পুরাতন বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে রেলগেট পার হবার সময় রাজশাহী হতে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ী ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং ঘটনাস্থলেই রোমেলা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। এ সময় নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রোমেলা খাতুনের মৃতদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।