চুয়াডাঙ্গা হাজরাহাটির মাদকসেবী আজিজুল হকের কারাদ-

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাজরাহাটি পিরপাড়ার মাদকসেবী আজিজুল হককে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাকে কারাদ- প্রদান করা হয়। গতকালই আজিজুল হককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার হাজরাহাটি পিরপাড়ায় অভিযান চালান। এসময় একই এলাকার সাবেদ ম-লের ছেলে আজিজুল হককে (৩০) নিজ বাড়ি থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সেখানেই তাকে ৪ মাসের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment