স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ভা-ারদহ ছয়মাইল হঠাৎপাড়ার আয়নাল শেখ (৬০) র্যাব’র হাতে ধরাপড়েছে। শুক্রবার দুপুরে তাকে তার বাড়ি থেকে আটক করে র্যাব। তার নিকট থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপাার মো. কামাল উদ্দীনের নেতৃত্বে র্যাব’র একটি চৌকস দল শুক্রবার মাদক বিরোধী অভিযান শুরু করে। শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের ভা-ারদহ ছয়মাইল হঠাৎপাড়ার মৃত মোহর আলী শেখের ছেলে আয়নাল শেখের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা। আটক করা হয় আয়নাল শেখকে। পরবর্তিতে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়।