চুয়াডাঙ্গায় ট্রাক ও চোরাই মালামালসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের চাঁদবিলে ট্রাক ভিড়িয়ে দোকান ভেঙে চুরি করে পালালেও শেষ রক্ষা হলোনা চোরদের। দুটি ট্রাক ও চোরাই মালামালসহ তিন চোরকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে ভালাইপুর মোড় ও গোকুলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এর আগে ওই চোরেরা মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর বাজার এলাকায় ট্রাক ভিড়িয়ে বেশ কয়েকটি দোকান ভেঙে ব্যাটারি, টায়ারসহ প্রচুর মালামাল চুরি করে চুয়াডাঙ্গার দিকে পালিয়ে আসে। আটককৃত চোরেরা হলেন, নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আলীগঞ্জের মৃত আলী আহম্মেদের ছলে বাসেদ মিয়া (৫৫), একই এলাকার মৃত মুলাই গাজীর ছেলে নুর ইসলাম (৫৫) ও বরগুনা জেলার তালতলা থানার হাড়িপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে জালাল (৪২)।
পুলিশ সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর বাজার এলাকার বেশ কয়েকটি দোকানের তালা ভেঙে মালামাল চুরি করে ট্রাকভর্তি করে চুয়াডাঙ্গার দিকে পালিয়ে আসে চোরচক্রের সদস্যরা। চুরির ঘটনাটি টের পেয়ে মেহেরপুর পুলিশে খবর দেয় স্থানীয়রা। সাথে সাথে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানকে জানান মেহেরপুর পুলিশ। সদর থানার ওসি বিষয়টি তাৎক্ষণিক টহলরত পুলিশ পরিদর্শক তদন্ত লুৎফুল কবীরকে জানান। লুৎফুল কবীর সড়কে টহলরত পুলিশ সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে ও পার্শ্ববর্তী গোকুলখালী বাজার এলাকায় ব্যারিকেড দেন। এ সময় চোরাইকৃত মালামাল ও দুটি ট্রাকসহ তিন চোরকে আটক করে পুলিশ। গতকাল শনিবার চুরির ঘটনায় চান্দবিল বাজারের শহিদুল ব্যাটারি হাউজের মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে গতকাল রাতে চোরাইকৃত মালামাল ও দুটি ট্রাকসহ তিন চোরকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছ হস্তান্তর করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

Comments (0)
Add Comment