স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২১ জনের নমুনা পরীক্ষা করে একজনেরও কোভিড-১৯ পজিটিভ হয়নি। পরীক্ষার রিপোর্ট এসেছে অথচ করেনা আক্রান্ত শনাক্ত হয়নি এরকম উদাহরণ এটাই প্রথম। তবে গতকাল বুধবার আরও ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে আরও ৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪শ ২৭ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২শ ৮৮ জন। বর্তমানে আক্রান্তদের মধ্যে হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৫ জন। হোম তথা বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৮৭ জন। ঢাকায় চিকিৎসাধীন একজন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে স্বাস্থ্য বিভাগের হিসেবে ৩৬ জন। উপসর্গে মারা গেছেন আরও কয়েকজন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করেছে ৫ হাজার ৭শ ৫৩ জনের। ফলাফল এসেছে ৫ হাজার ৬শ ৫ জনের। বুধবার ২১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এদের সকলেরই রিপোর্ট নেগেটিভ।