স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও দুজন করোনা ভাইরাস জনিত রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ২৮ জনে।
শুক্রবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ১৬ জনের নেগেটিভ হলেও পজিটিভ হয় দুজনের। এরা দুজনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। একজন চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়ার ও আপরজন জেলা সদরের বড় শলুয়ার। শুক্রবার একজনও সুস্থতার ছাড়পত্র পাননি। ফলে মোট সুস্থ ১ হাজার ৪শ ১৫ জনই রয়েছেন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৫৬ জন।