চুয়াডাঙ্গায় আরও একজন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ১৮ জনের নমুনা পরীক্ষা করে একজনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত নারী চুয়াডাঙ্গা জেলা শহরের ঈদগাঁ পাড়ার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। সোমবার প্রেরণকৃত ১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ১৮জনের মধ্যে ১৭ জনের নেগেটিভ হলেও একজনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ দিয়ে চুয়াডাঙ্গা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ২১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪শ ১৫ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে আইসোলেশনে ছিলেন ১১ জন, বাড়িতে ছিলেন ৫৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের।

 

 

Comments (0)
Add Comment